শেরপুর উপজেলা
শেরপুর আলতাদীঘি ফাজিল স্নাতক মাদ্রাসা
হাসান মানিক (বগুড়া লাইভ) : মাদ্রাসাটি ১৯৬৫ সালে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর হতে অনেক প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে বর্তমানে ফাজিল মাদ্রাসা হিসেবে সুনামের সহিত পরিচালিত হচ্ছে।
মাদ্রাসাটি পর্যাক্রমে বিভিন্ন ধাপে উন্নিত হয় যথাক্রমে-
প্রথমত ০১/০১/১৯৭৬ সালে স্বীকৃতি পায়।
০১/০১/১৯৮০ সালে মাদ্রাসাটি দাখিল হিসেবে এম পি ও ভূক্ত হয়।
আলিম স্বীকৃতি লাভ করে ০১/০৭/১৯৮৫ সালে এবং
০১/০৬/১৯৮৮ সালে ফাজিল হিসেবে স্বীকৃতি লাভ করে।
বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ৫৫০ ছাত্র ছাত্রী অধ্যয়নরত আছে।