বগুড়ায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত, নতুন সুস্থ ৯২ জন
বগুড়ায় ২৪ ঘন্টায় ২০২ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৯ জন। নতুন করে ৯২ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৭ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ০৮ জন রোগী।
নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ১৩৪ জন।
বুধবার , ১৯ আগষ্ট সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।
২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৫ জন, শিশু ৩ জন।
সংক্রমিত দের মধ্যে সদর ২৯জন, শাজাহানপুর ৯জন, কাহালু ৩জন, নন্দীগ্রামে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।
১৮ আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৯৬ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে ৪০ জনের করোনা পজিটিভ এসেছে এবং টিএমএসএসের আর টি পিসিআর ল্যাবে ৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের করোনা পজিটিভ এসেছে।