খেলাধুলা

আইপিএলে নবম ম্যাচে রাজস্থানের রেকর্ড গড়া জয়

এবার আইপিএলে রোমাঞ্চকর একটি ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের রেকর্ডে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড গড়ল রাজস্থান। তারা জিতেছে চার উইকেটে।

রাজস্থান এক্ষেত্রে নিজেদেরই রেকর্ড ভেঙেছে। প্রথম আইপিএলে তারা ডেকান চার্জার্সের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল।

প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে। জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৪ রান। ১৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায় রাজস্থান।

পাঞ্জাবের হয়ে মায়াঙ্ক আগরওয়াল দুর্দান্ত শতরান করেন। যদিও দল হারায় মূল্যহীন হয়ে যায় তাঁর অনবদ্য ইনিংস। তিনি ৫০ বলে ১০৬ রান করেন। লোকেশ রাহুল ৬৯ রান করে আউট হন।

রাজস্থানের হয়ে ৪২ বলে ৮৫ রান করেন সঞ্জু স্যামসন। ২৭ বলে ৫০ রান করেন স্টিভ স্মিথ। রাহুল ৩১ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। জফরা আর্চার ও টম কারান দলের জয় নিশ্চিত করেন। মোহাম্মদ শামি তিনটি উইকেট নিলেও চার ওভারে ৫৩ রান খরচ করেন। ম্যাচসেরা হয়েছেন স্যামসন।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব: ২২৩/২ (২০ ওভার)

রাজস্থান: ২২৬/৬ (১৯.৩ ওভার)

ফল: রাজস্থান ৪ উইকেটে জয়ী

এই বিভাগের অন্য খবর

Back to top button