খেলাধুলা

‘ঘরের লক্ষ্মী’কে ছাড়তে চায়না ওজিল, নিজে বেতন দিয়ে রাখবেন

করোনার কারণে এবার সব প্রতিষ্ঠানকেই অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে হচ্ছে। অর্থনৈতিক ধাক্কা সামাল দিতেই খরচ কমানোর বেশ কিছু উদ্যোগ নিয়েছে আর্সেনাল। এর অংশ হিসেবে ক্লাব মাসকট ‘গানারসরাস’কে ছাড়তে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্সেনালের ব্যাপক সমালোচনার পরে এগিয়ে আসেন আর্সেনাল তারকা মেসুত ওজিল। ‘ঘরের লক্ষ্মী’কে তাড়ানোর পক্ষে নন এই ফুটবলার। জানিয়েছেন, দরকার হয় মাসকট ‘গানারসরাসের’ বেতন নিজে দেবেন তিনি।

১৯৯৩ সাল থেকে এ মাসকট ব্যবহার করে আসছিল আর্সেনাল। মাসকট পরে মাঠে চিত্ত-বিনোদন দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন জেরি কিউ। এ সপ্তাহের শুরুতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আর্সেনাল।

টুইটারে তারকা এই ফুটবলার লিখেছেন- “২৭ বছর ক্লাবের সঙ্গে থাকার পর জেরি কুই ওরফে গানারসরাসের (ক্লাব মাসকট) সরিয়ে দিচ্ছে ক্লাব, এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। তাই যত দিন আমি আর্সেনালে থাকব তত দিন আমি আমাদের বিরাট সবুজ লোকটার (গানারসরাস) পুরো বেতন দিতে রাজি আছি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button