খেলাধুলা

সাকিবের নিষেধাজ্ঞা শেষ, তাঁর জেলা মাগুরায় আনন্দ মিছিল

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তার নিজ জেলা মাগুরায় আনন্দ মিছিল হয়েছে। এসময় করা হয়েছে মিষ্টি বিতরণ।

বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন রাস্তায় শত শত মানুষ নাচ গান গেয়ে আনন্দ উল্লাস করে। পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।

এ বিষয়ে শহরের সাকিব ভক্ত মনিরুল ইসলাম বলেন: সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকায় বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের বীরের বেশে ফেরাকে সাধুবাদ জানাই।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন: এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার তার নিষেধাজ্ঞার শেষ দিন। তাই সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ উল্লাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে যেন আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও সমৃদ্ধি বয়ে আনতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button