দিবসপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত “বিশ্ব পরিবেশ দিবস’

একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই স্লোগানে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টায় জিলা স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধবতন কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে শহরের জেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম (উপ-সচিব) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং বগুড়া ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button