ক্রিকেটখেলাধুলা

ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন হেটমায়ার

শিমরন হেটমেয়ার। ১ অক্টোবর তার জন্য ফ্লাইট বুকিং করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হেটমেয়ার জানান ব্যক্তিগত কারণে তিনি সেই ফ্লাইট ধরতে পারবেন না। এরপর তার জন্য ৩ অক্টোবর আরেকটি ফ্লাইট বুক করা হলে তিনি জানান এ ফ্লাইটেও তিনি আসতে পারবেন না। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়, “ফ্লাইট পাওয়াটা সত্যিই কঠিন। গায়ানা ছাড়ার জন্য আজ সোমবার তার জন্য একটি আসন পাওয়া গিয়েছিল তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে মেট্রিকন স্টেডিয়ামে বুধবারের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি মিস করতেন। কিন্তু আজ হেটমেয়ার ক্রিকেট ডিরেক্টরকে জানিয়েছেন যে তিনি তার ফ্লাইটের জন্য সময়মতো বিমানবন্দরে আসতে পারবেন না।”

দ্বিতীয় ফ্লাইট বুকিং করার পরই হেটমেয়ারকে জানানো হয়েছিল যে এবার না আসতে পারলে দলে জায়গা হারাতে হতে পারে তাকে।

নির্বাচক প্যানেলের সকলের সম্মতিতেই হেটমেয়ারের জায়গায় দলে ডাক পেয়েছেন ব্রুকস।

১৭ অক্টোবর স্কটিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করবে নিকোলাস পুরানের দল। এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ে ও ২১ অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। 

ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শামারাহ ব্রুকস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, রেইমন রেইফার ও ওডিন স্মিথ।

এই বিভাগের অন্য খবর

Back to top button