প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১০ অক্টোবর রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে ৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গুরত্বর আঘত ওই ব্যক্তিকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন স্থানীয়রা।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাব ইন্সপেক্টর
কাজী রাজিবুল ইসলাম জানান, সিরাজগঞ্জ গামী বাস ও মাঝিরা হইতে বগুড়াগামী সিএনজির মধ্যে সংঘর্ষ হলে এই অজ্ঞাতনামা ব্যাক্তি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়।

তার সাথে কোন মোবাইল বা কাগজপত্র না থাকায় তার নাম ঠিকানা পরিচয় এখনো জানা সম্ভব হয় নাই। বর্তমানে লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button