নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সরকারি চাল পাচারকালে ২ কালোবাজারি আটক

বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর দু’হাজার কেজি চাল পাচারকালের সময় দুই কালোবাজারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে এ ঘটনা ঘটে। এসময় নসিমন ভর্তি ৫০ কেজির ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ধুন্দার দারোগাপাড়া লোকমান আলীর ছেলে যুবদল কর্মী আল আমিন (৩২) ও নন্দীগ্রাম পশ্চিমপাড়ার ইসমাইল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল সংগ্রহ করে আসছিলেন। এরপর সেগুলো কালোবাজারিদের কাছে বিক্রয় করেন। এর ধারাবাহিকতায় নসিমন ভর্তি ৪০ বস্তা চাল নিয়ে শেরপুর উপজেলায় যাওয়ার পথে নন্দীগ্রামের ধুন্দার বাজারে তাদের হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির ৪০ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। চাল উদ্ধার ঘটনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির নাম জড়িয়ে গুজব ছাড়ানো হচ্ছে। চালসহ যারা আটক হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button