প্রধান খবরবগুড়া জেলাসোনাতলা উপজেলা

বগুড়ায় ভাইকে হত্যা, বোন গ্রেপ্তার

বগুড়ায় ভাইকে হত্যা মামলায় তার ছোট বোনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

নিহত আপেল খন্দকার সোনাতলার ভেলুরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার শাবানা বেগম আপেলের ছোট বোন এবং শাকিল মিয়ার স্ত্রী।

বুধবার সকালে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে সোনাতলা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা মীর মনির হোসেন জানান, ফুলবাড়ি এলাকার বাসিন্দা শাকিল মিয়া আপেল খন্দকারের ছোট বোন শাবানাকে বিয়ে করে ভেলুরপাড়ায় ঘরজামাই থাকতেন। শাকিল প্রায় সময় মাদক সেবন করে বাড়িতে ঝামেলা করতেন। ১৭ জুলাই রাতে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়৷ এসময় আপেল খন্দকার থামাতে গেলে শাকিল তার স্ত্রীর বড় ভাই আপেল খন্দকারের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আপেলকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় শাবানা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার প্রধান আসামি শাকিল পলাতক রয়েছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোনাতলা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button