বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুপার ক্লাসিকোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। নিজেদের মাঠে লিওনেল মেসিদের আতিথেয়তা দিবে সেলেসাওরা।
আগামীকাল বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মারাকানায় ম্যাচটি শুরু হবে।
সর্বশেষ তিন ম্যাচের দুই ম্যাচ হেরেছে সেলেসাওরা। অন্যদিকে বাছাইপর্বে কোনো ম্যাচ না হারা আলবিসেলেস্তেদেরও হারের স্বাদ দিয়েছে উরুগুয়ে।
৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ব্রাজিল। তাই চাপ নিয়েই আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল।
এদিকে, এই ম্যাচেও ব্রাজিল ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। ক্যাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে পাচ্ছে না তারা।
যেমন হতে পারে একাদশ—
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমি মার্টিনেজ, মলিনা, ওটামেন্ডি, রোমেরো, ত্যাগলিয়াফিকো, এনজো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, মেসি, ডি মারিয়া ও লওতারো মার্টিনেজ।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, এমারসন, মার্কুইনোস, মাঘাইলেস, লডি, আন্দ্রে, ডগলাস লুইস, গিমারেজ, রাফিনহা, মার্টিনেল্লি ও রদ্রিগো গোয়েস ।
সর্বশেষ ফিফা র্যাংকিংয়ের এক নম্বর দল আর্জেন্টিনা ও তিন নম্বরে আছে ব্রাজিল।