দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত।
লম্বা সময় পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে আছেন নাজমুল হোসেন শান্তর দল। বিপরীতে নিজেদের মাটিতে ভারতও প্রস্তুত সফরকারীদের প্রতিরোধ করতে।
সবশেষ ২০১৭ ও ২০১৯ সালে ভারতে গিয়ে তিন টেস্টের দুটিতেই বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে। স্বাগতিক দল তাদের নতুন হোম সিজন শুরু করার আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে।