জাতীয়

আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদান খাটো করে দেখার সুযোগ নেই: হাসনাত আব্দুল্লাহ

আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদান খাটো করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। হাসনাত বলেন, ‘আন্দোলনে আলেম সমাজ, বিএনপি, জামায়াত, শিবির তথা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ব্যতীত সবার উপস্থিতি ছিল। ওই আন্দোলন ছিল মূলত বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ।’

অনুষ্ঠানে আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব বলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

হাসনাত বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলন ছিল না। ১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পরিসরে এই আন্দোলন চালিয়ে এসেছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button