বগুড়ার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
সামাজিক সংগঠন বাংলাদেশ সম্মিলিত নাগরিক জোট বগুড়ার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ দফা দাবীতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
সংগঠনের বগুড়া শাখার পক্ষ থেকে বুধবার দুপুর ২ টার দিকে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার এই স্মারকলিপি দেওয়া হয়।
দাবিগুলো হলো বগুড়াকে রাজধানী করে উত্তরবঙ্গকে শহীদ আবু সাঈদ উত্তরাঞ্চল প্রদেশ বাস্তবায়ন করা, বগুড়া শহরের ভেতর দিয়ে বিদ্যমান রেললাইন অপসারণ করে বাহির দিয়ে বাস্তবায়নের ব্যবস্থা করা, করতোয়া নদীটি বেদখল মুক্ত করে জেলা প্রসাশন করারর নিয়ে নদীর নাব্য ফিরিয়ে আনা, যানজট নিরসেন সাতমান আন্ডারপাস নির্মাণ এবং নবাবা প্যালেস মুক্ত করে সেখানে নারীদের জন্য আলাদা মার্কেট নির্মাণ করা।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক জোটের বগুড়া শাখার অন্যতম নেতা রেজাউল বারী দিপন, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার প্রমুখ।