আদমদিঘী উপজেলা
প্রধান খবর

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি কোথাও যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় স্টেশনে আসেন। সাড়ে ৭টায় রাজশাহীমুখী তিতুমীর এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করলে তিনি ওভারব্রিজ বন্ধ থাকায় (মেরামতাধীন) ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন ধরে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতায় ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং পিবিআইকে অবহিত করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুতই পরিচয় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সতর্কতা: রেললাইন পারাপারে কখনোই তাড়াহুড়া বা অসাবধানতা করবেন না। ওভারব্রিজ ব্যবহার করুন, চলন্ত ট্রেনে উঠতে যাবেন না, ট্রেন আসার সময় নিরাপদ দূরত্বে থাকুন। সামান্য সতর্কতাই বড় দুর্ঘটনা ঠেকাতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button