আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
বগুড়ায় চাচাতো ২ বোনকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় চাচাতো ২ বোনকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২ যুবকের নাম শিহাব হোসেন (২২) ও ইসমাইল হোসেনের মিন্টু (২৩)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘির একটি গ্রামে গত ৫ ফেব্রুয়ারি চাচাতো দুই বোনকে ওই দুই যুবক ‘ধর্ষণ’ করেন বলে তাদের পরিবারের অভিযোগ রয়েছে।
তারা স্থানীয়দের সহযোগিতায় শিহাব ও মিন্টুকে আটক করে পুলিশে খবর দেন। পরদিন দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। ৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী এক তরুণীর বাবা শিহাব ও মিন্টুকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
সোমবার সকালে ‘ধর্ষণের শিকার’ দুই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুই অভিযুক্ত যুবককে আদালতেও পাঠানো হয়েছে।