সারাদেশ

আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মারলো দুর্বৃত্তরা

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন খামারে মালিক গোলাম কিবরিয়া।

কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জাকির হোসেন জানিয়েছেন, খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খামার করেছেন। খামারে দুদিন আগে কে বা কারা যেন বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে গেছে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, সত্যতা পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button