সারাদেশ

শিশুর ২ চোখ উপড়ে খুন

নওগাঁর মান্দায় একটি ভুট্টা ক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামে এক শিশুর  লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির দুই হাত পেছন দিকে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া হত্যাকারীরা তার দুই চোখ উপড়ে ফেলেছে।

নিহত ইউসুফ একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

সোমবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার কাশোপাড়া ইউনিয়নের আন্দারিয়া পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, রোববার বিকেল ৩ টার দিকে শিশুটি বাড়ির বাইরে যায় তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির কাছে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

পুলিশ আরো জানান, শিশুটির দুই হাত পিছন দিক থেকে গলার সঙ্গে বাঁধা অবস্থায় ছিলো। তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button