সারাদেশ

সীতাকুণ্ড আগুন: আটজনকে আসামি করে মামলা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, মামলায় আটজনের নাম উল্লেখ করা হলেও এর বাইরেও অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে।আসামিদের সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ে চাকরি করেন। কাগজপত্র দেখে আসামিদের নাম পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, ৪ জুন রাতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ জন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button