সারাদেশ

১২ ও ১৩ জুন হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বিএম ডিপো

আগামী ১২ ও ১৩ জুন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন স্মার্ট গ্রুপের জিএম শামসুল হায়দার সিদ্দিকী।

তিনি বলেন, আহতদের একটি তালিকা পেয়েছি। নিহতদের পূর্ণ তালিকা এখনো হাতে আসেনি। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে সেই তালিকা আছে। ডিএনএ পরীক্ষার ফলাফল পেলে পূর্ণ তালিকা হয়ে যাবে। প্রশাসন কর্তৃক নির্ধারিতদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য আপাতত দুটি দিন নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরো বলেন, আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা সহায়তার দায়িত্ব নিয়েছে বিএম ডিপো কর্তৃপক্ষ। এ সংকটকালে যারা স্বেচ্ছায় রক্ত, ওষুধপত্র, খাদ্য, অ্যাম্বুল্যান্সসহ নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আর্থিক সহায়তা পেতে তালিকাভুক্ত ডিপো কর্মকর্তা-কর্মচারী, ডিপো সংশ্লিষ্ট ব্যক্তি ও ফায়ার সার্ভিসের বীর সন্তানদের পরিবারকে জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুম, জেলা প্রশাসকের পিএস, বিএম ডিপোর ম্যানেজার (হিসাব) মো. শহীদুজ্জামানের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button