জাতীয়প্রধান খবরসারাদেশ

মারা গেলেন আরও একজন ফায়ার ফাইটার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় মারা গেলেন ১০ জন ফায়ার ফাইটার, এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। সীতাকুণ্ডে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জন।

শনিবার (১১ জুন) দিবাগত রাত ৩টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি। ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিস কর্মীদের একজন ছিলেন গাউসুল আজম।

গাউসুল আজম আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার দেহের ৭০ শতাংশই দগ্ধ ছিল। দুইদিন আগে আজমের অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। কিন্তু শ্বাসকষ্ট দেখা দিলে আবারও লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অর্ধশতাধিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ১৬ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ৪ জুন রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button