সারাদেশ

লালপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে লালপুর ডেবরপাড়া মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ও উপজেলার বিরোপাড়া গ্রামের মো. সোহাগ (২৭), তার ছেলে মো. ইভান (৫) ও বাবা শহিদুল ইসলাম (৬০)। এদের মধ্যে সোহাগ ও ইভান দুর্ঘটনাস্থলে এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

পুলিশ জানান, বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশ জব্দ করলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button