সারাদেশ
লালপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে লালপুর ডেবরপাড়া মাজার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এ দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ও উপজেলার বিরোপাড়া গ্রামের মো. সোহাগ (২৭), তার ছেলে মো. ইভান (৫) ও বাবা শহিদুল ইসলাম (৬০)। এদের মধ্যে সোহাগ ও ইভান দুর্ঘটনাস্থলে এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ জানান, বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশ জব্দ করলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।


