সারাদেশ
নাটোরে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোরের লালপুরে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে বাবুল আক্তার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে বাবুল আকতার তার আপন ভাই আব্দুস সামাদের সুপারি গাছে সুপারি চুরি করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন


