বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

আজ শনিবার (৮ নভেম্বর) দেশের কয়েকটি জেলায় নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের পাশে গাছের ডালপালা কর্তনের কারণে আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ ও ফুলতলা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো।

এই বিভাগের অন্য খবর

Back to top button