গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে বগুড়ার সাদিক রেজা

নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী ৫ম জাতীয় সম্মেলন শেষে গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর প্রধান সমন্বয়কারী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন জননেতা আবুল হাসান রুবেল। নবনির্বাচিত ৫৫ সদস্যের এই কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বগুড়ার বাসিন্দা সাদিক রেজা।

৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত সাভারের গণস্বাস্থ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধিদের ভোটে এই ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন সাদিক রেজাসহ বাকি ৫৩ জন।
সাদিক রেজা বর্তমানে বগুড়া জেলা গণসংহতি আন্দোলনের নেতৃত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতিতে সাদিক রেজা ইতিপূর্বে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
৫ম জাতীয় সম্মেলনেই পার্টির সাংগঠনিক নাম পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে দলটি গণসংহতি আন্দোলন— জিএসএ নামে পরিচিত হবে। এই নাম পরিবর্তন সংগঠনের লক্ষ্য ও কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাদিক রেজা জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে গণসংহতি আন্দোলন তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জোরদার করবে বলে আশা করা হচ্ছে।



