
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বগুড়ায় তিন উপজেলার ১৮০ জন প্রতিবন্ধী নারীর অংশগ্রহণে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ (WDDF) এই সম্মেলনের আয়োজন করে।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানামুখী ইতিবাচক উদ্যোগ নিয়েছে। তবে সরকারের একার পক্ষে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়- এ ক্ষেত্রে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, সময়ের প্রয়োজনেই প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা উচিত। যদি এ জনগোষ্ঠীকে শিক্ষিত ও দক্ষ করে তোলা যায়, তাহলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
ডাব্লিউডিডিএফ–এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি স্বাগত বক্তব্যের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন,“সমাজের নানা স্তরে আজও প্রতিবন্ধী নারীরা বৈষম্যের শিকার। আইন থাকলেও তার বাস্তবায়ন খুবই কম। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে।”
তিনি আরও বলেন, সরকারি–বেসরকারি সব খাতেই প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া,প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মর্জিনা আক্তার,জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করা কমিটির সদস্য অনামিকা পান্ডে।
বগুড়া সদর, কাহালু ও সোনাতলা উপজেলার মোট নয়টি ইউনিয়ন থেকে ১৮০ জন প্রতিবন্ধী নারী এ সম্মেলনে অংশ নেন।
উইমেন গেইনিং গ্রাউন্ড (WGG) প্রকল্পের আওতায় আয়োজিত এই দিনব্যাপী সম্মেলনে প্রতিবন্ধী নারীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে বিভিন্ন আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।



