আইন ও অপরাধবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় যুবলীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার-

বগুড়ায় ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-২’এর অংশ হিসেবে বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১), বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক সবুজ মন্ডল (৩৪) এবং ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বাদল মন্ডল (৩৪)।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button