
বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর ঘটনায় যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (৪২) এবং শাহিন হোসেন (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার।
ভুক্তভোগী সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬)। এ ঘটনায় তার স্ত্রী মোছা. আনজু মান আরা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সকালে অফিস শেষে কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্তরা তাকে অপহরণ করে বগুড়া শহরের একটি অজ্ঞাত স্থানে আটকে রাখে।
অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হত্যার হুমকি দেয়। পরে ২ লাখ ১০ হাজার টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। ডিবি জানায়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ অপহরণ সংঘটিত হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।



