আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া এলাকার নেপাল চন্দ্র সরকারের ছেলে শিপন কুমার সরকার (২০) এবং একই গ্রামের সজল দাস ওরফে সঞ্জয় (১৭)।

আদমদীঘি থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে সজল দাস তাকে বাড়ি ফাঁকা থাকার কথা বলে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল শিপন কুমার সরকার। পরে একটি কক্ষে নিয়ে গিয়ে তারা দু’জন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি ও ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। প্রায় ১০ দিন পর ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে রোববার আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button