
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক বৃদ্ধা নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর তার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে, দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে।
নিহত বৃদ্ধার নাম আনেছা বিবি (৭০)। তিনি মৃত তছির উদ্দিন প্রামাণিকের স্ত্রী এবং ওই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আনেছা বিবি একাই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিহতের শয়নকক্ষে প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার কান ছিঁড়ে কানের স্বর্ণের দুল নিয়ে যায়। নিহতের কানে ও নাকে রক্তের দাগ পরিলক্ষিত হয়েছে।
নিহতের একমাত্র ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া একই গ্রামের মো. মিজানুর রহমান (৪০) নিয়মিতভাবে নিহত বৃদ্ধাকে দেখাশোনা ও বাজার করে দিতেন।
মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে আনেছা বিবির খোঁজ নিতে এসে তিনি তাকে ঘরের ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আদমদীঘি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



