বগুড়া জেলা
বগুড়ায় অসহায় দুস্থদের মাঝে পুনাকের উপহার সামগ্রী বিতরণ

বগুড়ায় শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশ লাইন্সে শহীদ মছির উদ্দিন মঞ্চে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়ার আয়োজনে অসহায় দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (ক্রাইম ওয়েস্ট) ও পুনাক বগুড়ার সভানেত্রী সুনন্দা রায়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলেনা আক্তার, পুনাক বগুড়ার সহ সভানেত্রী দ্বীল আফরোজ জাহান, সহ সভানেত্রী মিসেস মাহমুদা খানম, সাধারণ সম্পাদক মিসেস মুঞ্জরী ইসলাম, সদস্য মিসেস সাবিহা ঝুমুর ও পুলিশ লাইন্সের আর আই আয়েন উদ্দিন মিয়া সহ পুনাকের সদস্যবৃন্দ।
এসময় উপহার হিসেবে চাল, তেল, ডাল, দুধ, নারিকেল ও চিনি একটি বস্তা করে অর্ধশতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়।