বগুড়া জেলা

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেফতার

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা মো. গোলাম ফারুক ও বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমামুল হোসেন (২৩) ও সজল তালুকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। আর ফেনসিডিলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মামুনুর রহমান (৪৩) ও সদর উপজেলার মোস্তফাকে (৫৫) বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বাজারের ব্যাগে করে ফেনসিডিল বিক্রির উদ্দেশে সেখানে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। শাজাহানপুর থানায় তাঁদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে

এই বিভাগের অন্য খবর

Back to top button