বগুড়ায় শজিমেকে হার্টে রিং স্থাপন সেবা চালু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) শুরু হয়েছে হার্টে রিং স্থাপন সেবা। হাতের কাছেই এমন আধুনিক চিকিৎসা সেবা পাওয়ায় স্বস্তিতে মধ্যবিত্ত রোগীরা।
এনজিওগ্রামের প্রয়োজনীয় মেশিন ২০০৬ সাল থেকেই আছে বগুড়ায়। কিন্তু দক্ষ লোকবল না থাকাসহ বিভিন্ন কারণে সেবাদান সম্ভব হয়নি। তবে গত শনিবার থেকে নতুন মেশিনে স্থায়ীভাবে এই সেবা কার্যক্রম শুরু করেছে শজিমেক কার্ডিওলোজি বিভাগ।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিওলোজি বিভাগীয় প্রধান ডা. এস এম শহিদুল হক বলেন, প্রফেসর মির জামাল উদ্দিন স্যারের নেতৃত্বে ১৩ সদস্যের টিম এসেছে এখানে। এবং তার সঙ্গেই আমরা এখানে বর্তমান ৫ জন মিরে মোট ১৫ জনের এনজিওগ্রাম করেছি ও ২টা স্টেনটিং করেছি। তিনি আরও জানান, বাইরের যে কোনো ক্লিনিকের থেকে এখানে ৩ ভাগের এক ভাগে সেবা পাওয়া সম্ভব।
উত্তরাঞ্চলে কেবল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেই বর্তমানে স্টেনটিং সেবা পাওয়া যাবে। সরকারি হাসপাতাল হওয়ায় খরচের দিকটাও স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত রোগী ও স্বজনদের।
বগুড়া ও আশপাশের জেলা থেকে শজিমেক কার্ডিওলোজি বিভাগে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হন। যাদের মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশ রোগীর হৃৎপিণ্ডে বিভিন্ন মাত্রার ব্লক ধরা পড়ে।