নির্বাচনপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার ২২ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

বগুড়ায় ৪ উপজেলার ২২ ইউনিয়নের ভোটগ্রহণ শেষে সোমবার (৩১ জানুয়ারি) রাতে বগুড়া সদর, গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ইভিএম পদ্ধতিতে গ্রহণ করা ভোটের ফল ঘোষণা করা হয়।

বগুড়া সদরে দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। তারা হলেন ফাঁপোর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান ও রাজাপুরে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রাজিবুল ইসলাম খাঁন রাজু।

এদিকে, গাবতলীর দুটি ইউনিয়নের দুটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। তারা হলেন নেপালতলী ইউনিয়নে শহিদুল ইসলাম বাবু ও সোনারায় ইউনিয়নে মজিবর রহমান আলতাফ।

তবে সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী। বাকি ৬টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। ইউনিয়নগুলোর মধ্যে বালুয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন আব্দুল আজিজ মণ্ডল। এছাড়া সদর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন বেলাল, দিগদাইড়ে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল হক, জোড়গাছায় ঘোড়া প্রতীকে গোলাম রব্বানী, তেকানী চুকাইনগর ইউনিয়নে আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল মণ্ডল, মধুপুরে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম ও পাকুল্লায় আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী লতিফুল বারী।

সারিয়াকান্দি উপজেলার ১১ ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আর বাকি ৭টিতে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- ফুলবাড়ি ইউনিয়নে আনোয়ারুত তারিক, কামালপুরে রাছেদুজ্জামান রাছেল, চন্দনবাইশাতে মাহমুদুন্নবী হিরো, নারচিতে নৌ আলতাফ হোসেন তরফদার বান্টু। এছাড়া হাটশেরপুরে আনারস প্রতীকে নুর মোহাম্মদ মেহেদী হাসান আলো, ভেলাবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে (বিএনপি নেতা) শরিফুল ইসলাম শিপন, বোহাইলে আনারস প্রতীকে আসাদুজ্জামান খান আসাদ, কুতুবপুরে চশমা প্রতীকে শহিদুল ইসলাম স্বপন, কর্ণিবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে বিএনপি নেতা আনোয়ার হোসেন দিপন, কাজলা ইউনিয়নে আনারস প্রতীকে বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।

এছাড়া সদর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফি নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button