প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বইমেলা

বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হচ্ছে নয়দিন ব্যাপী
অমর একুশে বইমেলা।
প্রতিবারের মতো শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কের সামনে বসছে এই মেলা। মেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নয়দিন ব্যাপী এই মেলায় সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করবে জেলা প্রশাসন।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, এবার বইমেলায় থাকছে ৬০ টির মতোন। তাছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে।
এছাড়াও করোনার সংক্রমণের জন্য স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এসএ