প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

করোনা’র কারনে দুই বছর পর বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে বগুড়াবাসী। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯-কে বরণ করতে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শোভাযাত্রা শুরু হয় জেলা প্রশাসনের কার্যালয় থেকে। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়।
নানা প্রতীক, চিত্র আর মুখোশের মাধ্যমে সেখানে অশুভ শক্তির বিনাশ কামনা করা হয়; প্রার্থনা করা হয় সত্য, সুন্দর এবং মঙ্গলের জন্য।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহীদ খোকন পার্কে বর্ষবরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button