বগুড়া জেলা

বগুড়ায় ৩ শতাধিক মানুষকে ঈদ উপহার দিলেন “স্বর্ণগ্রাম’

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বগুড়ায় আর্ত মানবতার সংগঠন ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের সাবগ্রাম ব্যাডস্ পাবলিক স্কুল প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই ভালবাসার উপহার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।


স্বর্ণগ্রামের সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সময় জেলা প্রশাসক বলেন, মানুষে মানুষে বৈষম্য দূর করে নিজেদের সুখ দু:খ নিজেদেরই ভাগ করে নিতে হবে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যে মানব কল্যাণে নিয়োজিত হলে সেখানেই পরম প্রশান্তি পাওয়া যায়।

তিনি বলেন, সাবগ্রামে একজন অভিরাম রায় যদি একটি গ্রামকে স্বর্ণগ্রাম হিসেবে গড়ার স্বপ্ন দেখে তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বপ্ন আরো বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা সম্ভব। তিনি অসহায়দের সহযোগিতায় বিত্তবানদের সর্বদা এগিয়ে আসার আহ্বান জানান।


সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সমর কুমার পাল এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান। এছাড়াও স্বর্ণগ্রামের এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশরাফুর রহমান এবং পাসপোর্ট অফিস বগুড়ার সহকারী পরিচালক আজমল কবির। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বর্ণগ্রামের উপদেষ্টা আবু সালেহ নয়ন, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ওয়াজেদ শহীদ তরফদার বাঁধন, যুগ্ম সাঃ সম্পাদক মনজুর আহম্মেদ মুক্ত, অর্থ সম্পাদক লক্ষণ রায় প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button