বগুড়া জেলারাজনীতি

বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবলীগ’র বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা যুবলীগ। এসময় ১০০টি গাছ রোপণ করা হয়।

সোমবার বিকেলে সারিয়াকান্দি সড়কে গাছের চারা রোপন করা হয়। এসময় অন্যদের সাথে চারা রোপন করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনসহ দলীয় নেতা কর্মীরা।

১০০ টি ফলদ, বনজ ও ঐষধী গাছের চারা রোপনের মধ্য দিয়ে শোকের মাসে এই কর্মসূচি গ্রহন করা হয়। বগুড়ার প্রতিটি উপজেলায় এই কর্মসূচি চলবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button