বগুড়ায় ডিসি-এসপির সঙ্গে জেলা প্রেসক্লাবের সৌজন্য স্বাক্ষাৎ

বগুড়ায় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনের নিজ নিজ কার্যালয়ে গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজমের সঙ্গে স্বাক্ষাৎ করা হয়। এরপর বেলা একটার দিকে ডিসি মো. জিয়াউল হকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হাসিবুর রহমান বিলু, সহসভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সবুজ, সাংগঠনিক সম্পাদক তানজিজুল ইসলাম স্বরণ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক আসাফ-উদ-দৌলা নিওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন, ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মো. জোজিফ হোসেন প্রতিক, শাপলা খন্দকার, রবিউল ইসলাম রবি ও হেদায়েতুল ইসলাম বাবু।
এসএ