পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বগুড়া সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সেইসাথে জেলা পুলিশ, বগুড়া’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম পিপিএম।
জানা যায়, ঈদ উপহার হিসেবে ১৪৭ জন সুবিধা বঞ্চিতদের প্রতিটি ব্যাগে করে ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোন করেন সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপন করেন।
এ সময় সুবিধাবঞ্চিতরা ঈদ উপহার পেয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত কর্মসূচিতে জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএ