বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় নকল ফুড কালার-ফ্লেভারের কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের রাজাবাজার এলাকায় নকল ফুড কালার ও ফ্লেভার বিদেশী ব্র্যান্ডের মোড়কে প্যাকেট করে বিক্রি করার অভিযোগে “মেসার্স রুবেল কেমিক্যালস” নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার একটি যৌথ দল এ মনিটরিং ও অভিযান পরিচালনা করে।

অভিযানে যে অনিয়মগুলো পাওয়া যায়

মনিটরিং দলের সদস্যরা প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখতে পান-
১. চায়না ও ভারতীয় ব্র্যান্ডের নামে নকল ফুড কালার ও ফ্লেভার বিদেশী মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল।
২. আমদানিকারকের তথ্যবিহীন এবং সম্পূর্ণ মোড়কবিহীন বিদেশী ফুড কালার, ফ্লেভার ও খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক বিপুল পরিমাণে মজুত রাখা ছিল।
৩. নকল মোড়কজাতকরণের বিপুল পরিমাণ প্যাকেট, স্টিকার ও অন্যান্য উপকরণ পাওয়া যায়।

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং ৩,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কারা ছিলেন অভিযানে?

অভিযান পরিচালনা করেন,মো. রাসেল, নিরাপদ খাদ্য কর্মকর্তা, বগুড়া, মো. মেহেদি হাসান, সহকারী পরিদর্শক, ভোক্তা অধিকার অধিদপ্তর, বগুড়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মো. শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া,মো. আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ভোক্তা অধিকার অধিদপ্তর, বগুড়া,ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, বগুড়া।

অভিযানে সার্বিক নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের একটি বিশেষ টিম।

নির্দেশনা

অভিযান শেষে প্রতিষ্ঠানকে জানানো হয়- সরকারি আইন ও বিধিনিষেধ মেনে খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নকল খাদ্য উপাদান ব্যবহার জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলে এ কারণে এমন অভিযান নিয়মিত চলবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button