বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ার সদর থানা হারালো ১০ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা পুলিশের এক কনস্টেবলের কাছ থেকে ১০ রাউন্ড শটগানের ছররা বুলেট খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

রোববার বিষয়টা জানাজানি হয়। এদিন রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোয়া যাওয়া গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথা এলাকায় চা পান করতে যান। এ সময় তার সঙ্গে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া যায়।

ভোর ৪টার দিকে দায়িত্ব হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন অসিত কুমার। এরপর রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও গুলির কোনো হদিস পাওয়া যায়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানা থেকে খোয়া যাওয়া গুলি এখনো উদ্ধার হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button