বগুড়া সদর উপজেলা

বগুড়ায় 64D initiatives এর সহযোগিতায় ধর্ষণ বিরোধী শপথ বাক্য পাঠ

আজ সকালে ১০টায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় সাতটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে একটি ধর্ষণবিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

শপথ পাঠ করান বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মাহবুব আলম জিয়ন।

এই শপথ বাক্য পাঠ এর মূল লক্ষ্য ছিলো ধর্ষণ প্রতিরোধ করা।
এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করে 64D initiatives ।

64D initiatives হলো একটি ফোরাম যা বাংলাদেশের সবগুলো স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ করে।
প্রোগ্রামে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, BD-Clean, Youth Change Maker, বগুড়া স্টুডেন্টস এসোসিয়েশন, Help The Helpless, হিমু পরিবহন এবং নারীর চোখে বাংলাদেশ সংগঠনগুলো অংশগ্রহণ করে। প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়ে এই শপথ বাক্য পাঠ করা হয়।

64D initiatives এর বগুড়া জেলার কো-অর্ডিনেটর স্নেহাশীষ বলেন, “ধর্ষণ বর্তমানে একটি সামাজিক ব্যাধি। আমরা চাই বাংলাদেশ একটি ধর্ষণমুক্ত সোনার বাংলায় পরিণত হোক।”

youth change maker এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাকিবুল ইসলাম বলেন, আমরা আমাদের মা বোন দের সম্মান করবো। প্রতিটি সন্তানের জন্য মা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ধর্ষণমুক্ত করতে চাই আমরা তরুন সমাজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button