বগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল বারী ঈসা আর নেই

বগুড়ার জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী (এসএসসি ১৯৭১ ব্যাচ) রেজাউল বারী ঈসা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে ভুগছিলেন এই প্রবীণ ব্যবসায়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রেজাউল বারী ঈসা শহরের জলেশ্বরীতলার সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি টাচ অ্যান্ড টেক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী শোকসন্তপ্ত হয়েছেন। শহরে নেমে এসেছে শোকের ছায়া।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বগুড়া জেলা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আলতাফুন্নেসা খেলার মাঠ মসজিদ কমিটির সহ-সভাপতি, রোটারি ক্লাব বগুড়া (করতোয়া)-এর প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি জলেশ্বরীতলার মৃত সাদাকাতুল বারী তাহা মিয়ার ছেলে।

এই বিভাগের অন্য খবর

Back to top button