
আটককৃতরা এবং মাদকদ্রব্য
বগুড়ার রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কলোনির সুইপার পট্টি এলাকায় একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় উদ্ধার করা হয় তিন কেজি গাঁজা ও ১৭ বোতল কেরু। ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবীসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন,, পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আজ রেলওয়ে কলোনিতে যৌথ অভিযান চালানো হয়েছে। মাদকসেবী ও ব্যবসায়ী সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে।