ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মোবাইল ছিনতাই করে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো লাশ

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ি ইউনিয়নের বাঙালি নদীর চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টুটুল শেখ ধুনট উপজেলার চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে।

জানা যায়, টুটুল এক কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তিনি নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। পরে দুপুর ১টার দিকে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

পুলিশ জানায়, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পালানোর সময় টুটুল নদীতে ঝাঁপ দিয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা সোনাভান থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button