শিক্ষা
প্রধান খবর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস কত?

২০২৫ সালের এইচএসসি–আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

রোববার সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

একই সঙ্গে যেসব নম্বর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল, সেসব ফল এসএমএসের মাধ্যমেও জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ১১টি শিক্ষাবোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক এবং বরিশাল বোর্ডে সবচেয়ে কম আবেদন জমা পড়ে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেন।

এ বছর ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন—পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অনুত্তীর্ণ ৫ লাখ ৮ হাজার ৭০১ জনের হার ৪১ দশমিক ১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button