জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের আজকের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের বৃহস্পতিবারের (১৭ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

তবে গত ৩ জুন ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button