বিনোদন

মিথ্যা মামলার সংবাদে বিস্ময়, বিবৃতি দিলেন মেহজাবীন চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার বিরুদ্ধে প্রকাশিত একটি ‘ভুয়া ও মিথ্যা’ মামলার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিষয়টি তাকে বিস্মিত করেছে এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়।

মেহজাবীন বলেন, তিনি কোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে- সরাসরি বা পরোক্ষভাবে-যুক্ত নন। মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও তিনি চেনেন না। তার ভাষায়, “যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।”

তিনি আরও জানান, একজন সচেতন নাগরিক হিসেবে দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্ববোধে তার পূর্ণ বিশ্বাস আছে। ইতোমধ্যে আইনজীবীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিয়েছেন, যাতে এই ধরনের গুজব, অপপ্রচার ও মিথ্যা মামলা বন্ধ হয়।

মেহজাবীন তার দীর্ঘ অভিনয়যাত্রার প্রসঙ্গ টেনে বলেন, দুই যুগের কাছাকাছি সময় ধরে পরিশ্রম, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি মিডিয়ায় কাজ করে আসছেন। দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাই তার কাজের সাক্ষী।

গণমাধ্যমের প্রতি তিনি অনুরোধ করেন- যাচাই ছাড়া কোনো ভিত্তিহীন তথ্য প্রকাশ না করতে। পাশাপাশি ভক্ত ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।”

মিথ্যা মামলার বিষয়ে বিস্তারিত জানতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হতে পারে বলে তার সূত্র জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button