বিনোদন
প্রধান খবর

তিন জেলায় চালু হচ্ছে নতুন মাল্টিপ্লেক্স

দেশে একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত হলেও নতুন কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প দর্শকদের জন্য নতুন করে আশার আলো দেখাচ্ছে।

দেশের তিনটি জেলায় নতুন মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। এছাড়া শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন রয়েছে পদ্মা সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে তিনটি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও জানান, বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। নতুন হল চালু হলে সিনেমার দর্শকসংখ্যা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এদিকে শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে। মাল্টিপ্লেক্সটির মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল আজহায় এটি উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাজিরা ও আশপাশের এলাকায় এখনো কোনো মাল্টিপ্লেক্স নেই। দর্শক চাহিদার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এসব মাল্টিপ্লেক্স চালু হলে দেশের সিনেমাপ্রেমীদের জন্য আধুনিক ও মানসম্মত প্রদর্শনী সুবিধা বাড়বে এবং চলচ্চিত্র শিল্পে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button